আপনার গোপনীয়তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ছানাপোনা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত করা হ,য় এই নীতিমালায় তা পরিষ্কারভাবে জানানো হয়েছে। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের গোপনীয়তার নীতিমালা মেনে নিতে সম্মত হচ্ছেন।


ছানাপোনা সাধারণত নিচের তথ্যগুলো সংগ্রহ করতে পারে—
আপনার নাম ও ইমেইল ঠিকানা (নিউজলেটার বা যোগাযোগ ফর্মে)
ওয়েবসাইট ব্যবহারের সাধারণ তথ্য (যেমন: ব্রাউজার, ডিভাইস, পেজ ভিজিট)
মন্তব্য বা ফিডব্যাকের মাধ্যমে দেওয়া তথ্য
আপনার তথ্য আমরা ব্যবহার করি—
নতুন ব্লগ ও আপডেট জানাতে
ওয়েবসাইটের মান ও অভিজ্ঞতা উন্নত করতে
ব্যবহারকারীর প্রশ্ন বা অনুরোধের উত্তর দিতে
নিরাপত্তা ও বিশ্লেষণমূলক কাজে
ছানাপোনা ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করা হতে পারে।
কুকিজ ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করে
আপনি চাইলে ব্রাউজার সেটিংস থেকে কুকিজ বন্ধ করতে পারেন
না। আপনার ব্যক্তিগত তথ্য আমরা কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি, বিনিময় বা হস্তান্তর করি না, যদি না আইনগত কারণে তা প্রয়োজন হয়।
ছানাপোনার কনটেন্টে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে।
এই ওয়েবসাইটগুলোর নিজস্ব গোপনীয়তার নীতিমালা রয়েছে
তাদের কনটেন্ট বা কার্যক্রমের জন্য ছানাপোনা দায়ী নয়
আমরা আপনার তথ্য সুরক্ষিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করি।
অননুমোদিত প্রবেশ রোধে সাধারণ নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হয়
তবে ইন্টারনেটে ১০০% নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়
ছানাপোনা শিশুদের জন্য কনটেন্ট তৈরি করলেও—
আমরা ইচ্ছাকৃতভাবে ১৩ বছরের নিচে কোনো শিশুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না
এমন তথ্য পাওয়া গেলে তা দ্রুত মুছে ফেলা হবে
ছানাপোনা যেকোনো সময় এই গোপনীয়তার নীতিমালা পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার রাখে।
পরিবর্তিত নীতিমালা এই পেইজে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।
আমাদের গোপনীয়তার নীতিমালা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে hello@chanapona.com যোগাযোগ করুন।