আমাদের কথা

আমাদের কথা

ছোটদের জন্য ছানাপোনা

নিয়মিত আপনার মেইলে লেখা পেতে সাবস্ক্রাইব করুন

প্রযুক্তির সাথে হোক

সমৃদ্ধ শৈশবের মেলবন্ধন

ছানাপোনা ডিজিটাল প্যারেন্টিং ও মিডিয়া লিটারেসি বিষয়ক একটি শিক্ষা উদ্যোগ। গবেষকদের তথ্য মতে, বাংলাদেশের ৬৫ ভাগ বাবা-মা সন্তানদের হাতে নানা প্রয়োজনে মোবাইল তুলে দেন। আর এদের মধ্যে প্রায় ৭৮% ভাগ বাবা-মা সন্তানের মোবাইল ব্যবহারের কারণে শিশুদের মধ্যে বিকাশজনিত ত্রুটি দেখতে পান। এছাড়া দেশে দ্রুত গতিতে বাড়ছে মোবাইল ব্যবহারকারী  শিশুর সংখ্যা। 

কেবলমাত্র ঢাকা শহরের ৬২ ভাগ শিশু মোবাইল ব্যবহার করে। 

প্রযুক্তির সাথে বেড়ে উঠা এখন আমাদের শিশুদের এক নতুন বাস্তবতা। এই বাস্তবতায় বাবা-মায়ের সঙ্গে ডিজিটাল প্যারেন্টিং বিষয়ক নানা পরামর্শ, আইডিয়া শেয়ার করতেই ছানাপানো। 

আমাদের সন্তানেরা খুব ছোট বয়স থেকেই মোবাইল, ইন্টারনেট, ইউটিউব, গেম আর সোশ্যাল মিডিয়ার সাথে বড় হচ্ছে। এই বাস্তবতায় আমাদের শিশুদের সঠিক ভাবে বড় করা, প্রযুক্তির ঝুঁকি আর সম্ভাবনাগুলো সম্পর্কে বাবা-মাকে সচেতন করে তোলার কাজটি করতে চায় ছানাপোনা। 

 

নিয়মিত ব্লগ,  বাবা-মায়ের জন্য মাইক্রো লার্নিং কনটেন্ট, হ্যান্ডবুক প্রকাশের মাধ্যমে এই কাজটি করতে চায় ছানাপোনা। আমাদের এ উদ্যোগে আপনাকে স্বাগতম। 

আমাদের প্রচেষ্টা

আমাদের প্রচেষ্টা

বর্তমান যুগে শিশুরা স্ক্রিনের মধ্যে বড় হচ্ছে। শিশুদের অনলাইনে নিরাপত্তার বিষয়টি সব জায়গায় জোরেসোরে আলোচিত হচ্ছে। শিশুদের অনলাইনে আসক্তি, মাত্রারিক্ত স্ক্রিণ টাইমের ফলে নানা ধরনের শারীরিক ও মানসিক বিকাশজনিত সমস্যা, অপতথ্য, ফেক-নিউজের ছড়াছড়ি অনেক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের ট্রাডিশনাল প্যারেন্টিং চর্চায়। এমন এক বাস্তবতায় ছানাপোনার যাত্রা। আমাদের শিশুরা যাতে স্ক্রিণের এই যুগে চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে, ছানাপোনার মাধ্যমে আমরা সেই চেষ্টা করতে চাই।

নাসিমূল আহসান

প্রতিষ্ঠাতা, ছানাপোনা

ডিজিটাল প্যারেন্টিং

হোক ছানাপোনার সাথে